আসন্ন ৮ মে হতে যাওয়া ৬ষ্ঠ উপজেলার পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের মাঠে আইন-শৃঙ্খলা রক্ষা, ভোট কন্দ্রে ও ব্যালট বাক্সের নিরাপত্তা এবং ভোটদানে শৃঙ্খলা রক্ষায় ১ লাখ ৫৯ হাজার ৮৭৪ জন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
সোমবার আনসার ও ভিডিপি সদর দপ্তরের সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. রুবেল হোসাইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার দেশের ৫৯টি জেলার ১৪১টি উপজেলার ১০ হাজার ৬০৫টি ভোট কেন্দ্রে প্রথম ধাপে নির্বাচন হতে যাচ্ছে। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় ১৩ জন বা ততোধিক আনসার ও ভিডিপি সদস্য ৬ মে থেকে দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে একজন প্লাটুন কমান্ডার (পিসি) ও দুজন সহকারী প্লাটুন কমান্ডারের (এপিসি) নেতৃত্বে ৬ জন পুরুষ ও ৪ জন নারী আনসার ভিডিপি সদস্য রয়েছেন।
এতে বলা হয়, কোনো কেন্দ্রে বুথ সংখ্যা ৬টির বেশি হলে বুথ প্রতি অতিরিক্ত আরও একজন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। পিসি ও এপিসিরা (৩ জন) অস্ত্রসহ এবং আনসার-ভিডিপি সদসরা অস্ত্রবিহীন ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খরা রক্ষায় নিযোজিত থাকবেন।
নির্বাচন কমিশনের নির্দেশনায় ভোটকেন্দ্রের আইন-শৃঙ্খলা রক্ষা ও ব্যালট বাক্সের নিরাপত্তা রক্ষায় ১ লাখ ৫২ হাজার ৭৮৬ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ৭৬ প্লাটুন (২ হাজার ২৮৮) সাধারণ আনসার ব্যাটালিয়ন সদস্য জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে দায়িত্ব পালনের জন্য স্ট্রাইকিং/ স্ট্যাটিক ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে।
মোবাইল টিম বা স্ট্রাইকিং ফোর্সে দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার ব্যাটালিযন সদস্যরা নূন্যতম সেকশন (প্রতি সেকশেনে ১০ জন) ফরমেশনে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া, এবার প্রথম বারের মত পুলিশের মোবাইল টিম বা স্ট্রাইকিং টিমের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে প্রায় ৯৪ প্লাটুন (২ হাজার ৮২০ জন) সশস্ত্র আনসার ভিডিপি সদস্য।
মোতায়েন হওয়া সদস্যদের দায়িত্ব পালন তদারকির জন্য কর্মকর্তা-কর্মচারীসহ আরও প্রায় ২ হাজার সদস্য মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন। তারা সবাই ৬ মে থেকে ১০ মে পর্যন্ত মোট ৫ দিনের জন্য মোতায়েন থাকবেন।
গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠ শান্তিপূর্ণ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫ লাখ ১৭ হাজার ১৪৩ জন সদস্য নিয়োজিত ছিল।