বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নৌপথে চাঁদাবাজির অভিযোগ: সেই পুলিশ কর্মকর্তাকে বদলি

নৌ পুলিশ কিশোরগঞ্জ অঞ্চলের অতিরিক্ত দায়িত্বে থাকা পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল-মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, এসআই আবদুল আলীমকে খুলনা অঞ্চলে বদলি করা হয়েছে। তার স্থলে ভৈরব নৌ পুলিশ ফাঁড়ির এসআই আমিরুল ইসলামকে চামটাঘাট নৌ পুলিশ ফাঁড়িতে সংযুক্ত করা হয়েছে।

কিশোরগঞ্জের হাওরে নদ-নদীতে চলাচলরত নৌযানে চাঁদাবাজির অভিযোগ ওঠা পুলিশ কর্মকর্তাকে বদলি করেছে নৌ পুলিশ।

নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি মোহা. আবদুল আলীম মাহমুদ স্বাক্ষরিত সাম্প্রতিক এক আদেশে তাকে বদলি করা হয়।

অভিযুক্ত সেই পুলিশ কর্মকর্তার নাম আবদুল আলীম। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চামটাঘাট নৌ পুলিশ ফাঁড়িতে উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। এখানে কর্মরত থাকা অবস্থায় বিভিন্ন নৌযানে চাঁদাবাজির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এ ঘটনায় ৩ এপ্রিল দৈনিক বাংলায় ‘নৌ-পুলিশই যখন চাঁদাবাজ’ ও নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমে ‘নৌ পুলিশের যন্ত্রণাটা ডাকাত দলের সদস্যদের চেয়ে কম নয়’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। এর পরিপ্রেক্ষিতে নৌ পুলিশ সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মো. ইসমাঈল মিয়া বিষয়টি তদন্ত করেন।

তদন্তে ঘটনার সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করা হয়। তদন্ত প্রতিবেদন জমার পর অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়।

নৌ পুলিশ কিশোরগঞ্জ অঞ্চলের অতিরিক্ত দায়িত্বে থাকা পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল-মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, এসআই আবদুল আলীমকে খুলনা অঞ্চলে বদলি করা হয়েছে। তার স্থলে ভৈরব নৌ পুলিশ ফাঁড়ির এসআই আমিরুল ইসলামকে চামটাঘাট নৌ পুলিশ ফাঁড়িতে সংযুক্ত করা হয়েছে।

এ বিভাগের আরো খবর