রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় পিকআপ ভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন।
যাত্রাবাড়ী থানার মাতুয়াইলে রোববার রাত পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
প্রাণ হারানো পিকআপের চালক বাবুল চিশতী (৪৫) শরীয়তপুরের গোসাইরহাট থানার সামন্তসাহা গ্রামের বাসিন্দা। তিনি মাতুয়াইলে মৃধাবাড়ী এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে থাকতেন।
নিহত আরেক ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি, তবে তার বয়স আনুমানিক ৫০ বছর হবে বলে জানিয়েছে পুলিশ।
পথচারী তরিকুল ইসলাম জানান, মধ্যরাতে যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইলে মেডিক্যালের সামনে ইউটার্ন নেয়ার সময় পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা লাগে। এতে দুইজন গুরুতর আহত হন। পরে তাদের ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোরে দুজনকে মৃত বলে জানান।
বাবুলের স্ত্রী নার্গিস আক্তার বলেন, ‘আমি যাত্রাবাড়ী থানা পুলিশের ফোনের মাধ্যমে সড়ক দুর্ঘটনায় আমার স্বামীর আহতের সংবাদ পাই।’
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে যাত্রাবাড়ী থানা আগের থেকেই অবগত আছে।’