গাজার শাসক দল হামাস উপত্যকা থেকে রকেট ছোড়ার পর ইসরায়েল কেরেম শালোম ক্রসিং বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, রকেট হামলায় তাদের তিন সেনা নিহত ও কয়েকজন আহত হয়েছেন।
গাজায় খাদ্য ও চিকিৎসা সামগ্রীসহ মানবিক সহায়তা প্রবেশের অন্যতম একটি পথ কেরেম শালোম ক্রসিং।
এদিকে গাজায় যুদ্ধবিরতি ও হামাসের হাতে বন্দিদের মুক্ত করার লক্ষ্যে চুক্তির জন্য দুই দিন ধরে মিসরে আলোচনা চালিয়েছেন মধ্যস্থতাকারীরা।
অন্যদিকে হামাসের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, সর্বশেষ আলোচনা শেষ হয় রোববার। বর্তমানে তাদের প্রতিনিধিরা মিসরের কায়রো থেকে কাতারে গিয়ে গোষ্ঠীটির নেতাদের সঙ্গে কথা বলবেন।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মধ্যস্থতা প্রচেষ্টায় যুক্ত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান উইলিয়াম বার্নসও দোহার মধ্যস্থতা আলোচনায় যোগ দিতে মিসরের রাজধানী ছেড়েছেন।
প্রস্তাব অনুযায়ী, দুই পক্ষ ৪০ দিনের যুদ্ধবিরতিতে যাবে এবং এ সময়ে ইসরায়েলি বন্দি ও ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দিদের মুক্ত করা হবে।
হামাসের ভাষ্য, তারা বর্তমান প্রস্তাবটিকে ইতিবাচকভাবে দেখছে, তবে চুক্তিটি স্থায়ী নাকি সাময়িক হবে, সেটিই এখন দেখার বিষয়।