বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঝড়ে বসতঘরে গাছ পড়ে অন্তঃসত্ত্বা মা ও ছেলের মৃত্যু

  • প্রতিনিধি, কিশোরগঞ্জ   
  • ৫ মে, ২০২৪ ১৩:০২

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ঝড় বৃষ্টির সময় সন্তানকে নিয়ে ঘরে শুয়ে ছিলেন অন্তঃসত্ত্বা রুপতারা। এ সময় ঘরের ওপরে থাকা একটি কাঠ গাছ ঝড়ে উপড়ে ঘরের চালার ওপর পড়ে যায়। এতে ঘরের নিচে চাপা পড়েন রুপতারা ও তার শিশু সন্তান তাইজুল।

কিশোরগঞ্জের করিমগঞ্জে কালবৈশাখী ঝড়ে বসতঘরে গাছ পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।

উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের হাজীপাড়া ঘোনার বাড়ি গ্রামে শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রাণ হারানো দুজন হলেন কৃষক আবদুল কাইয়ুমের ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রুপতারা (৪৫) ও তাদের শিশু সন্তান তাইজুল (৫)।

করিমগঞ্জ থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মা ও ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ঝড় বৃষ্টির সময় সন্তানকে নিয়ে ঘরে শুয়ে ছিলেন অন্তঃসত্ত্বা রুপতারা। এ সময় ঘরের ওপরে থাকা একটি কাঠ গাছ ঝড়ে উপড়ে ঘরের চালার ওপর পড়ে যায়। এতে ঘরের নিচে চাপা পড়েন রুপতারা ও তার শিশু সন্তান তাইজুল। ঘটনাস্থলেই মারা যায় তাইজুল।

স্থানীয়রা আহত রুপতারাকে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

এ বিভাগের আরো খবর