বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চলন্ত ট্রাকে চালকের হার্ট অ্যাটাক, নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারকে ধাক্কা

  • প্রতিনিধি, চট্টগ্রাম   
  • ৪ মে, ২০২৪ ২১:০৯

সীতাকুণ্ডের ভাটিয়ারী চেয়ারম্যানঘাটা এলাকায় মহাসড়কে শনিবার চট্টগ্রামমুখী মাল বোঝাই একটি ট্রাকের চালক হার্ট অ্যাটাক করেন। এ সময় নিয়ন্ত্রণহারা ট্রাকটি সামনে থাকা প্রাইভেটকারকে ধাক্কা দেয়। পরে ট্রাকচালকের মরদেহ উদ্ধার করা হয়।

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রাকে চালক হার্ট অ্যাটাক করে মারা গেছেন। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দেয়। এতে কারটি দুমড়ে-মুচড়ে যায়।

শনিবার সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাট চেয়ারম্যানঘাটা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার ভাটিয়ারী চেয়ারম্যানঘাটা এলাকায় মহাসড়কে চট্টগ্রামমুখী মাল বোঝাই একটি ট্রাকের চালক হার্ট অ্যাটাক করেন। এক পর্যায়ে তিনি চালকের আসনে নিস্তেজ হয়ে পড়েন। এ সময় নিয়ন্ত্রণহারা ট্রাকটি সামনে থাকা একটি প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দিয়ে থেমে যায়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেছে।

ট্রাকের চালক আব্দুল মান্নানকে পরে মৃত অবস্থায় তার আসন থেকে উদ্ধার করা হয়। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলারশহিদ নগর গ্রামে।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ জানান, মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আর দুর্ঘটনার শিকার প্রাইভেট কার ও ট্রাকটি বার আউলিয়া হাইওয়ে থানায় রাখা হয়েছে।

এ বিভাগের আরো খবর