বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

  • প্রতিনিধি, সুনামগঞ্জ   
  • ৪ মে, ২০২৪ ০৯:৪৯

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমেশ্বরী নদী থেকে একটি ঠেলাগাড়ি ওঠাতে পানিতে নামেন ইয়ানিছ। তখন তিনি পানিতে ডুব দিলে স্রোতের সঙ্গে ভেসে গিয়ে নিখোঁজ হন।

সুনামগঞ্জের মধ্যনগরে সোমেশ্বরী নদীতে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উপজেলার চামরদানী ইউনিয়নের মধ্য নোয়াগাঁও গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সোমেশ্বরী নদী থেকে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে ঠেলাগাড়ি ওঠাতে গিয়ে সোমেশ্বরী নদীতে নিখোঁজ হন ইয়ানিছ মিয়া (২৩)। তিনি উপজেলার চামরদানী ইউনিয়নের মধ্য নোয়াগাঁও গ্রামের আবুল কালামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চামরদানী ইউনিয়নের মধ্য নোয়াগাঁও গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে সোমেশ্বরী নদী। ওই নদী থেকে একটি ঠেলাগাড়ি ওঠাতে পানিতে নামেন ইয়ানিছ। তখন তিনি পানিতে ডুব দিলে স্রোতের সঙ্গে ভেসে গিয়ে নিখোঁজ হন। স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টা করেও নিখোঁজ ইয়ানিছের সন্ধান পায়নি।

পরে স্থানীয় ইউপি সদস্য মধ্যনগর থানা পুলিশকে জানালে পুলিশ সেখানে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল সাড়ে ৫টার দিকে নিখোঁজ ইয়ানিছের মরদেহ উদ্ধার করে।

মধ্যনগর থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন বলেন, ‘সরেজমিনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর