গাজীপুরের কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে চলন্ত একটি পিকআপ ভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পল্লী বিদ্যৎ এলাকায় শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো দুজন হলেন আবুল কাসেম ও শামীম হোসেন। তাদের পরিচয় বিস্তারিত জানা যায়নি।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় শুক্রবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় টাঙ্গাইলগামী একটি পিকআপ ভ্যান ওই দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা দেয়।
এ ঘটনায় দুজন গুরুতর আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন জানান, এ দুর্ঘটনার পর ওই দুটি গাড়ি জব্দ করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।