আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রচারণার সময় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীকে শোকজ করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুজনকেই শোকজের জবাব দিতে বলা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ বলেন, ‘নির্বাচনি প্রচার প্রচারণার কাজে উভয় প্রার্থী পরস্পরকে বাধা প্রদান করেছেন এমন অভিযোগের ভিত্তিতে তাদের শোকজ করা হয়েছে। উভয় প্রার্থী উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন করেছেন।
‘কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা করা হবে না এ মর্মে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।’
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে ভবেরচর কলেজরোড এলাকায় নির্বাচনি প্রচারণা চালাতে যান নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী মেহেরুন্নেসা উত্তরা। এ সময় আরেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী খাদিজা সরকার আঁখির সমর্থকরা তাদের বাধা প্রদান করেন। অপরদিকে আঁখি সমর্থকদের অভিযোগ মেহেরুন্নেসা তাদের প্রচার কাজে বাধা দিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
শোকজের বিষয়ে জানতে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী (কলস প্রতীক) মেহেরুন্নেসার ফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়। অপর প্রার্থী খাদিজা আক্তার আঁখিকে (পদ্মফুল) একাধিক বার কল দেয়া হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী ৮ মে মুন্সীগঞ্জের গজারিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।