গাইবান্ধার সাঘাটায় পল্লী বিদ্যুৎ সমিতির এক নারী কর্মীর মৃত্যু হয়েছে। অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে তার মৃত্যু হয় বলে ধারণা করছেন চিকিৎসক।
উপজেলার বোনারপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিয়া আফরিন শুক্রবার সকালে মোবাইল ফোনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাণ হারানো সেলিনা (৪৫) পল্লী বিদ্যুৎ সমিতির বিলিং সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি রংপুর শহরের জুম্মাপাড়ার মৃত্যু হাসান উল্ল্যাহর শরীফের মেয়ে। চাকরির সুবাদে বোনারপড়ায় ভাড়া বাসায় থাকতেন তিনি।
বোনারপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার কামরুজ্জামান বলেন, ‘বৃহস্পতিবার সকালে অফিসে আসেন সেলিনা। আসার কিছুক্ষণেই মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনার সাথে সাথেই সহকর্মীরা তাকে চিকিৎসার জন্য সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
মৃত্যুর ব্যাপারে সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিয়া আফরিন বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই রাত মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।’
এর আগে জেলার পলাশবাড়িতে মে দিবসের কর্মসূচিতে অংশ নিয়ে গরমে অসুস্থ হয়ে সাজু মিয়া (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানান স্থানীয়রা।
ওই দিন তাদের সংগঠনের মে দিবসের র্যালিতে অংশ নেন সাজু।
নিহত সাজু মিয়া উপজেলার বেতকাপা ইউনিয়নের ছোটবনপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বাসের সহকারী (হেলপার) ছিলেন এবং গাইবান্ধা জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সদস্য।