পতেঙ্গা আবহাওয়া অফিসের ডিউটি ফোরকাস্টিং অফিসার আবদুল বারেক বলেন, ‘ভোরে এক মিলিমিটার এবং সকাল নাগাদ ১৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। আজ দুপুর এবং বিকেলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।’
চট্টগ্রামে টানা কয়েক দিন প্রচণ্ড গরমের পর বৃহস্পতিবার সকালে বৃষ্টিতে স্বস্তি নেমে এসেছে।
তাপপ্রবাহের কারণে দীর্ঘদিন ধরে আকাশপানে বৃষ্টির আশায় তাকিয়ে ছিলেন লোকজন।
ভোরে জেলার বিভিন্ন উপজেলায় বৃষ্টি হলেও নগরে বর্ষণ দেখা যায় সকাল ৯টা থেকে পৌনে ১০টা পর্যন্ত।
পতেঙ্গা আবহাওয়া অফিসের ডিউটি ফোরকাস্টিং অফিসার আবদুল বারেক বলেন, ‘ভোরে এক মিলিমিটার এবং সকাল নাগাদ ১৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। আজ দুপুর এবং বিকেলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।’
তিনি জানান, কালবৈশাখী ঝড়ের প্রভাবে আজ চট্টগ্রামে বজ্রসহ বৃষ্টি হতে পারে। শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা আছে। নদী বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।