টাঙ্গাইলের ঘাটাইলে সংরক্ষিত শাল-গজারির বনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আগুনের ঘটনায় ছোট ও মাঝারি প্রায় ১০ একর সংরক্ষিত বনের চারাগাছ পুড়ে গেছে বলে জানিয়েছেন বন কর্মকর্তারা। সেই সঙ্গে ক্ষত–বিক্ষত হয়েছে বনের শাল ও গজারি গাছ।
মালিরচালা, ফকির মার্কেট, ভুইঁয়া বাড়ি মোড়সহ মঙ্গলবার কয়েক জায়গায় ঘুরে দেখা যায় আগুন লাগার এ চিত্র। পুলিশ, বন কর্মকর্তা ও স্থানীয়রা সারা রাতের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়রা বলছেন, গভীর রাতে ঘুমে থাকাকালীন বন ঘেঁষা একটি ঘরের পেছনে আগুন চলে আসে। পরে সকলের সহযোগিতায় তা নেভানো হয়। তা ছাড়া আশপাশের আগুন পুলিশ ও বন কর্মকর্তাদের সহযোগিতায় নেভানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা নায়েব আলী বলেন, ‘দাবানলের তীব্রতায় কোথাও থাকা দুরূহ হয়ে পড়েছে। একটুর জন্য বাড়ি পোড়ার হাত থেকে রক্ষা পেলাম।’
কথা হলে স্থানীয় ইউপি সদস্য ওয়াজেদ আলি বলেন, ‘আগুন লাগার ঘটনা জানার পরই বন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে নিভিয়েছেন। অনেক গাছপালা পুড়ে গেছে, তবে কারও ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া যায় নি।’
ধলাপাড়া রেঞ্জের আওতাধীন সাগরদীঘি বিটের বন কর্মকর্তা আসাদুজ্জামান টিটু বলেন, ‘আগুন লাগার ঘটনা জানার সঙ্গে সঙ্গে গিয়ে নিয়ন্ত্রণে এনেছি। কয়েকজন কর্মী আহত হয়েছেন। পরিহিত পোশাক ও জুতা পুড়ে গিয়েছে তাদের। কে বা কারা আগুন দিচ্ছে তা জানা নেই।’
এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানান তিনি।
টাঙ্গাইলের ঘাটাইলের বিরাট অংশ জুড়ে রয়েছে শাল-গজারির বনে ঘেরা পাহাড়ি অঞ্চল। এ অঞ্চলের অধিকাংশ এলাকা নিয়ে রয়েছে বিশাল শাল-গজারি বন।
বন বিভাগের আওতাভুক্ত সরকারি এ বনের বিভিন্ন জায়গায় মঙ্গলবার আগুন জ্বলতে দেখা যায়।