যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটিতে গাজায় যুদ্ধ বন্ধের পক্ষে বিক্ষোভরত অনেক শিক্ষার্থীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে রয়টার্স।
বার্তা সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়, শিক্ষার্থীদের গ্রেপ্তার ও ছত্রভঙ্গ করতে স্থানীয় সময় মঙ্গলবার রাতে নিউ ইয়র্ক সিটি পুলিশ কর্মকর্তারা ক্যাম্পাসে প্রবেশ করেন।
ওই বিক্ষোভকারীরা প্রায় ২৪ ঘণ্টা আগে বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের দখল নেন। তারা প্রায় দুই সপ্তাহ ধরে আইভি লিগভুক্ত উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানটিতে তাঁবু বসিয়ে অবস্থান নিয়েছিলেন।
টেলিভিশনে সরাসরি প্রচারিত ফুটেজে দেখা যায়, ট্যাকটিক্যাল গিয়ার ও হেলমেটে সজ্জিত হয়ে ম্যানহাটনের ক্যাম্পাসটিতে অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা।
গাজায় ইসরায়েলের যুদ্ধের বিপক্ষে শিক্ষার্থীদের অবস্থান এরই মধ্যে ক্যাম্পাসটিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। সাম্প্রতিক দিনগুলোতে এ ক্যাম্পাসের বিক্ষোভ ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের অন্যান্য ক্যাম্পাসে।
কলাম্বিয়া ইউনিভার্সিটির হ্যামিলটন হলের প্রবেশপথে থাকা ব্যারিকেডের দিকে হাঁটা পুলিশ সদস্যরা চিৎকার করতে করতে বলেন, ‘আমরা এটা খালি করতে যাচ্ছি।’
এর আগে মঙ্গলবার ভোরে ভবনটির দখল নেন বিক্ষোভকারীরা।
রয়টার্সের খবরে উল্লেখ করা হয়, বেশ কিছু পুলিশ কর্মকর্তাকে মই দিয়ে দ্বিতীয় তলার জানালা দিয়ে ভবনটিতে প্রবেশ করতে দেখা যায়।
এর বাইরে আরও অনেক পুলিশ কর্মকর্তাকে তাঁবুর পাশে অবস্থান নিতে দেখা যায়। ওই সময় ক্যাম্পাসের ঠিক বাইরে অবস্থান নেয়া শিক্ষার্থীদের ‘লজ্জা, লজ্জা!’ বলে চিৎকার করতে শোনা যায়।