বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নাটোরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ৪

  • প্রতিনিধি, নাটোর   
  • ১ মে, ২০২৪ ০৯:২৩

লালপুর থানার ওসি নাছিম আহম্মেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঠিকাদারি কাজ অথবা রাজনীতি সংক্রান্ত বিষয়ে প্রতিপক্ষরা এমন ঘটনা ঘটিয়েছে।

নাটোরের লালপুরে যুবলীগ কর্মী জাহারুল হত্যা মামলার প্রধান আসামি গোপালপুর পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি মনজুর রহমান মঞ্জুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

এ ঘটনায় নিহতের বড় ভাই মাসুদ রানা প্রতিপক্ষ টুমনকে প্রধান অভিযুক্ত করে মোট ১৬ জনের নামে থানায় হত্যা মামলা করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সুমন, তমাল, লিটন ও রবিউল নামে চারজনকে গ্রেপ্তার করেছে।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

নিহত মঞ্জু লালপুর উপজেলার বাহাদিপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। নিহতের পরিবারে চলছে আহাজারি। হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দইব করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

পুলিশ, নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মনজুর রহমান মঞ্জু গোপালপুর রেলগেট এলাকায় একটি কনফেকশনারির দোকানের সামনে চেয়ারে বসে ছিলেন। এ সময় তিনটি মোটর সাইকেলে কয়েকজন সন্ত্রাসী এসে তার মাথা ও পেটে গুলি করে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ফুঁসে উঠেছে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীসহ এলাকাবাসী।

মঞ্জুর ভাই মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমার ভাইকে স্থানীয় সন্ত্রাসী টুমন, স্বপন ও তার সহযোগীরা গুলি করে হত্যা করেছে। তাদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করছি।’

লালপুর থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, ‘রাত সোয়া ১১টার দিকে মঞ্জু রেলগেটের পাশের এক কনফেকশনারি দোকানে যান। এ সময় তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন এসে মঞ্জুকে মাথায় ও পেটে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় পার্শ্ববর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।’

ওসি জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম হত্যার রহস্য উদঘাটন ও অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঠিকাদারি কাজ অথবা রাজনীতি সংক্রান্ত বিষয়ে প্রতিপক্ষরা এমন ঘটনা ঘটিয়েছে।

এ বিভাগের আরো খবর