মেডিক্যালের প্রশ্নফাঁসের মামলায় গ্রেপ্তার হওয়া চিকিৎসক ইউনুস উজ্জামান খান তারিমের মালিকানাধীন খুলনার ‘ফাতিমা হসপিটাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টার’ মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করে সেবা প্রদান করে আসছে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সোমবার দুপুরে বিষয়টি ধরা পড়ায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে প্রতিষ্ঠানটিকে।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম জরিমানা করার বিষয়টি নিশ্চিত করে বলেন, ডায়গনস্টিক সেন্টার ছাড়াও বগুড়া সুইটসকেও ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
উপপরিচালক মোহাম্মদ সেলিম বলেন, ‘নগরীর রয়্যাল মোড়ে অবস্থিত ফাতিমা হসপিটাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টার মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করে দীর্ঘদিন ধরে রোগীদের সেবা প্রদান করে আসছিল এমন অভিযোগের প্রেক্ষিতে আজ বিকালে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।’
খুলনায় মেডিক্যাল ভর্তি কোচিং ‘থ্রি ডক্টরস’-এর উপদেষ্টা ডা. তারিম সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের অন্যতম সদস্য। তিনিসহ ওই চক্রের অন্যরা ২০০৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত পারস্পরিক যোগসাজশে উচ্চমূল্যে প্রশ্নপত্র বিক্রি করে বিপুল অর্থ উপার্জন করেছেন বলে জানায় সিআইডি।
খুমেক হাসপাতালে সিআইডি থেকে পাঠানো চিঠিটি উল্লেখ করা হয়, ২০২০ সালের মিরপুর থানার পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে গত বছর তারিমকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় তিনি আসামি।