বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঢাকার তাপমাত্রা উঠেছে ৪০.৫ ডিগ্রিতে, মঙ্গলবার আরও বাড়বে

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৯ এপ্রিল, ২০২৪ ২২:৪৬

চলতি মৌসুমে এর আগে ২০ এপ্রিল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল গত বছরের ১৬ এপ্রিল। আর এক দশক আগে ২০১৪ সালের ২৪ এপ্রিল ঢাকার তাপমাত্রা পৌঁছেছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।

দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে রাজধানী ঢাকাও পুড়ছে। সোমবার বিকেল ৩টায় এখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দপ্তর এই তথ্য জানিয়ে বলেছে, মঙ্গলবার দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে।

চলতি মৌসুমে এর আগে ২০ এপ্রিল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল গত বছরের ১৬ এপ্রিল। এছাড়া ২০১৪ সালের ২৪ এপ্রিল ঢাকার তাপমাত্রা পৌঁছেছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।

সোমবার ঢাকায় যে তাপমাত্রা রেকর্ড করা হয় তা ১৯৬০ সালের পর দ্বিতীয় সর্বোচ্চ। সে বছর ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ওঠে ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে।

এরপর ১৯৭২ সালের ১৫ মে দেশের সর্বোচ্চ ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল রাজশাহীতে।

বুড়িগঙ্গার বুকে বসেও তাপপ্রবাহ থেকে বাঁচতে ছাতার আশ্রয়ে। ছবি: নিউজবাংলা

বিগত কয়েকদিনের মতো সোমবারও সূর্য উদিত হয় প্রখর তেজ নিয়ে। বাড়তে থাকে গরমের আধিক্য। সূর্য পশ্চিমে হেলার মুহূর্ত থেকে যেন আগুন ঝরতে থাকে রাজধানীর রাজপথে। বাতাসে আর্দ্রতা কিছুটা কম থাকায় নগরবাসী তুলনামূলক কম ঘেমেছে। তবে সূর্যের তাপ পুড়িয়ে দিয়েছে। বাতাসে অনুভূত হয়েছে আগুনের হল্‌কা।

সোমবার সন্ধ্যা ৬টায় প্রকাশিত আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে- যশোর, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে খুলনা ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা বিভাগ।

এছাড়া ময়মনসিংহ জেলাসহ বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য চলমান গরমে অস্বস্তি আরও বাড়িয়ে তুলতে পারে।

চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৪৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ২০ ডিগ্রি সেলসিয়াস।

এ বিভাগের আরো খবর