নাটোরের বড়াইগ্রামে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে তিনজনের প্রত্যেককে ১০ বছর করে আটকাদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
বিচারক মুহাম্মদ আবদুর রহিম সোমবার দুপুরে এ আদেশ দেন।
আটকাদেশপ্রাপ্তরা হলেন বড়াইগ্রাম উপজেলার নগর এলাকার আকাশ ইসলাম, তুজাম দেওয়ান ও রানা। ঘটনার সময় তারা অপ্রাপ্তবয়স্ক ছিলেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আনিসুর রহমান জানান, ২০২০ সালের ২০ মার্চ দুপুরে বুদ্ধি প্রতিবন্ধী এক নারী বড়াইগ্রামের রাজেন্দ্রপুর গ্রামের খালের পাশে হাঁটছিলেন। ওই সময় অভিযুক্তরা সেই নারীকে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান।
তিনি আরও জানান, স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার দুই দিন পর ওই নারীর বড় ভাই বাদী হয়ে আকাশ ইসলাম, তুজাম দেওয়ান ও রানাকে অভিযুক্ত করে থানায় মামলা করেন। ঘটনার সময় অভিযুক্তদের বয়স ১৮ বছরের কম হওয়ায় শিশু আইনে তাদের বিচার করা হয়।