বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এপ্রিল কাটবে গরমেই, বৃষ্টিতে ‘স্বস্তি’ পহেলা মে থেকে

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৮ এপ্রিল, ২০২৪ ২০:৩৯

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

টানা কদিন ধরেই দেশজুড়ে তীব্র গরম। বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। রাতে কিছুটা ঠান্ডা থাকলেও দিনভর সূর্যের তাপের পুড়ছে জনজীবন। এমন অবস্থাই চলতে থাকবে আরও কয়েকটা দিন। কোথাও কোথাও হয়তো বৃষ্টির সম্ভাবনা আছে, তবে সহসাই কমছে না গরম। চলতি এপ্রিল কাটবে এমন গরমেই।

রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৫ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য দিয়েছে।

২৪ ঘণ্টার জন্য দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যশোর ও রাজশাহী জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নওগাঁ, পাবনা ও নীলফামারী জেলাসহ খুলনা বিভঅগের অবশিষ্টাংশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের অবশিষ্টাংশ এবং বরিশাল বিভাগের ওপর দিরেয় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এতে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে । সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

পরবর্তী চার দিনের আবহাওয়ায় তেমন কোনো পরিবর্তন নেই জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে, পঞ্চম দিনে গিয়ে অর্থাৎ আগামী পহেলা মে রাত থেকে বৃষ্টি হতে পারে সারা দেশে। ওই সময় তাপমাত্রা কিছুটা কমতে পারে।

সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাতাত্রা সিলেটে। এই সময়ের মধ্যে ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে।

এদিকে নতুন করে সারা দেশে আবারও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

সকালে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সতর্কবার্তায় বলা হয়, দেশের ওপর দিয়ে চলমান তাপ প্রবাহ ২৮ এপ্রিল থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ ১ মে সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এই সময়ে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।

এর আগে গত ১৯ এপ্রিল শুক্রবার থেকে তিন দফা ৭২ ঘণ্টা করে তাপ প্রবাহের সতর্কতা জারি করে আবহাওয়া অফিস।

এ বিভাগের আরো খবর