বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কুকুড়ের কামড়ে ক্ষতবিক্ষত শিশুটি

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৮ এপ্রিল, ২০২৪ ১৯:৩৯

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত শিশুটি চিকিৎসাধীন আছে। তবে শিশুটিকে ভর্তি দেয়া হয়েছে।

রাজধানীর ডেমরার বক্সনগর এলাকায় কুকুরে কামড়ে আহত হয়েছে এক শিশু।

রোববার দুপুর ২টার দিকের এ ঘটনায় ক্ষতবিক্ষত পাঁচ বছর বয়সী মাহিনুর খাতুনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বিকেল সাড়ে ৩টার দিকে।

শিশু মাহিনুরের মা জুলেখা বেগম বলেন, দুপুরের দিকে আমার মেয়ে বাসার পাশের রাস্তায় খেলাধুলা করছিল। তখন পাশের বাড়ি এক নারী কুকুরগুলোকে খাবার দেন। মেয়ে খাবারের কাছে গেলে পাঁচটি কুকুর আক্রমণ করে।

তিনি বলেন, তাদের মধ্যে এক কুকুর মাহিনুরের মাথা ও চুলসহ কামড়ে ধরে আর চারটি কুকুর ওকে হাউমাউ করে কামড়াতে থাকে। পরে প্রতিবেশী একজন এ দৃশ্য দেখে তিনি বাঁশ দিয়ে কুকুরগুলোকে বেধড়ক পেটালে শিশুটিকে ফেলে কুকুরগুলো পালিয়ে যায়।

জুলেখা জানান, গুরুতর আহত অবস্থায় তার মেয়েখে উদ্ধার করে স্থানীয় খালেদা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্রাল কলেজ হাসপাতালে আনা হয়। তারা ডেমরা বক্সনগর পাখির বাড়ি ভাড়া বাসায় থাকেন। মাহিনুররা এক ভাই ও এক বোন। সে ছোট। তার বাবা ব্যাটারিচালিত রিক্সা চালক।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত শিশুটি চিকিৎসাধীন আছে। তবে শিশুটিকে ভর্তি দেয়া হয়েছে।

এ বিভাগের আরো খবর