বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বোরকা পরে দ্বিতীয়বার ভোট দিতে গিয়ে নারী আটক

  • প্রতিনিধি, পটুয়াখালী   
  • ২৮ এপ্রিল, ২০২৪ ১৫:৫২

এক্সিকিটিভ ম‌্যা‌জিস্ট্রেট মিজানুর রহমান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ওই কেন্দ্রে ছদ্মবেশে দ্বিতীয়বার ভোট দিতে গেলে প্রার্থীর এজেন্টদের কাছে সন্দেহ হয়। পরে তাকে চ্যালেঞ্জ করা হলে তি‌নি দ্বিতীয়বার ভোট দেয়ার কথা স্বীকার করেন।

পটুয়াখালীতে উপজেলা পরিষদ নির্বাচনে বোরকা পরে দ্বিতীয়বার ভোট দেয়ার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ।

সদর উপজেলার ভু‌রিয়া ইউ‌নিয়নের ১৬৪ নম্বর প‌শ্চিম ভায়লা সরকারি প্রাথ‌মিক বিদ‌্যালয় কেন্দ্রে রোববার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।

আটক নারীর নাম শাহনাজ বেগম (২৫)। তাকে ছয়মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

বিষয়‌টি নি‌শ্চিত করে এক্সিকিটিভ ম‌্যা‌জিস্ট্রেট মিজানুর রহমান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ওই কেন্দ্রে ছদ্মবেশে দ্বিতীয়বার ভোট দিতে গেলে প্রার্থীর এজেন্টদের কাছে সন্দেহ হয়। পরে তাকে চ্যালেঞ্জ করা হলে তি‌নি স্বীকার করেন। একপর্যায়ে দোষ স্বীকার করায় বাংলাদেশ নির্বাচন ক‌মিশন আইনে ১৮৬০-এর ১৭১-এর চ ধারা অনুযায়ী ওই নারীর উপ‌স্থি‌তিতে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দ‌ন্ডিত করা হ‌য়।

ওই কে‌ন্দ্রের প্রিসাইডিং অফিসার এখলাসুর রহমান জানান, দণ্ডপ্রাপ্ত শাহানাজ ভায়লা এলাকার বাসিন্দা।

শাহনাজ বেগম জানান, একজন মেম্বার প্রার্থীর পক্ষে দ্বিতীয়বার ভোট দিতে গিয়ে তি‌নি ধরা পড়েন।

এ বিভাগের আরো খবর