চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি অটোরিকশাকে বালুবোঝাই ডাম্প ট্রাক ধাক্কা দিলে অটোর চালকসহ দুইজন নিহত হয়েছেন।
উপজেলার শাকপুরা ইউনিয়নের আরাকান সড়কের রায়খালীর পুল এলাকায় সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো দুইজন হলেন দেলোয়ার হোসেন (৩০) ও মিজানুর রহমান (৩২)।
তাদের মধ্যে দেলোয়ার চাঁদপুর জেলার কচুয়া বেরকোঠা গ্রামের বাসিন্দা। তিনি অটোরিকশার চালক ছিলেন। মিজানুর নগরের লালখান বাজার মতিঝর্ণা এলাকার বাসিন্দা। তিনি পেশায় মাছ ব্যবসায়ী।
বোয়ালখালী থানার এসআই নুর মোহাম্মদ জানান, চট্টগ্রাম নগরীর লালখান বাজার থেকে অটোরিকশা নিয়ে গোমদন্ডী ফুলতলায় মাছ নিতে যাচ্ছিলেন ব্যবসায়ী মিজানুর। আরাকান সড়কের রায়খালীর পুল এলাকায় পৌঁছালে বালুবোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে।
তিনি জানান, এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক দেলোয়ার মারা যান। গুরুতর আহত মাছ ব্যবসায়ী মিজানুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
দুর্ঘটনাকবলিত গাড়ি দুটো জব্দ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।