ই-ক্লাবের (ইসি) উদ্যোগে ঈদ রি-ইউনিয়ন ও বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে রাজধানীর রূপায়ণ ট্রেড সেন্টারের ওয়াটার ফল কনভেনশন সেন্টারে।
ইসি সভাপতি প্রফেসর মুহাম্মদ শাহ আলম চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি ই-ক্লাবের প্রতিষ্ঠাতা শাহরিয়ার খান বলেন, ‘ই-ক্লাব পরিবার এখন অনেক বড়। ক্লাবের পরিধি বাড়িয়ে পৃথিবীর কয়েকটি দেশে চ্যাপ্টার ওপেন হয়েছে।
‘বাংলাদেশের কয়েকটি জেলায় চ্যাপ্টার ওপেন প্রক্রিয়াধীন। ভিন্নতা, প্রসার, গল্পের শুরু যেখানেই, নেটওয়ার্ক বাস্কেটসহ বিভিন্ন প্রোগ্রামের যাত্রা শুরু হয়েছে।’
ঈদ রি-ইউনিয়ন ও বাংলা নববর্ষের উদযাপন উপলক্ষে বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের (মুড়ি-মুরকি, বাতাসা, ফুচকা, ঝালমুড়ি) আয়োজন করা হয়। মেহেদীর রঙে হাত রাঙান অনেক নারী সদস্য।
ইসির সহসভাপতি সজিবুল আল রাজীব, মো. জসিম উদ্দিন, গভর্নিং বোডির চেয়ারম্যান কামরুল হাসান, ফাউন্ডার মেম্বার আবুল হাশেমসহ অনেক সদস্য তাদের অনুভূতি ব্যক্ত করেন। বিভিন্ন প্রকল্প পরিচালকরা তাদের প্রকল্পের বিষয়ে মূল বিষয়গুলো অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে প্রফেসর মুহাম্মদ শাহ আলম চৌধুরী বলেন, ‘ই-ক্লাব পরিবারের সকল সদস্য অত্যন্ত আন্তরিক। তাদের সহযোগিতা নিয়ে ই-ক্লাব এগিয়ে যাবে।’
আয়োজনের আহ্বায়ক লায়ন ফাহমিদা অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান। ক্লাব সদস্যদের অংশগ্রহণে ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।
ইসির অফিস সেক্রেটারি জিসান প্রোগ্রামটি উপস্থাপন করেন। ডিনার ও কেক কাটার মধ্য দিয়ে এটি শেষ হয়।