বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুকুর খননে নৈশপ্রহরীর দাবি ছয় লাখ টাকা

  • প্রতিনিধি, নাটোর   
  • ১৯ এপ্রিল, ২০২৪ ১৪:২৮

জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন, ‘তথ্য পেলে অবৈধ পুকুর খনন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আইন লঙ্ঘনকারীদের আইনের আওতায় আনা হবে।’

নাটোরের হাঁড়িভাঙ্গা বিলে তিন ফসলি জমিতে চলছে পুকুর খনন। গুরুদাসপুরের ভূমি অফিসের নৈশপ্রহরী মিন্টু হোসেন ১০ বিঘা পুকুর খননের জন্য দাবি করেছেন ছয় লাখ টাকা।

নৈশপ্রহরী মিন্টু হোসেনের ভাষ্য এ টাকার ভাগ ইউএনও, এসিল্যান্ড ও পুলিশকে দিতে হয়। দাবিকৃত ছয় লাখ টাকা তিন কিস্তিতে দেয়া যাবে।

সম্প্রতি এক পুকুর খননকারী সঙ্গে মিন্টুর রফাদফার এমন একটি ভিডিও গণমাধ্যম কর্মীদের হাতে এসেছে।

এ বিষয়ে যোগাযোগ করে জানতে চাইলে মিন্টু বলেন, ‘আগে পুকুর খননের রফাদফা করলেও এখন গুরুদাসপুর ইউএনওর গাড়িচালক জয়নাল হোসেন বিষয়টি তদারকি করছেন।’

স্থানীয়রা জানান, শুধু গুরুদাসপুর নয়, প্রশাসনের এক শ্রেণির অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে এমন অবৈধ কর্মযজ্ঞ চলছে পুরো জেলাজুড়ে। নাটোরে তিন ফসলি জমিতে নির্বিচারে চলছে পুকুর খনন। নাটোর সদর, গুরুদাসপুর, বড়াইগ্রাম, সিংড়াসহ সাতটি উপজেলায় পুকুর খননের মহোৎসব চললেও তা কিছুতেই বন্ধ করা যাচ্ছে না।

অভিযোগ উঠেছে, প্রশাসনের এক শ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারীর প্রত্যক্ষ যোগসাজশে চলছে এমন অপকর্ম। যার প্রমাণ মিলেছে অনুসন্ধানে। আইন কানুনের তোয়াক্কা না করে অবৈধভাবে পুকুর খনন করায় কমে যাচ্ছে আবাদি জমি। এতে কৃষি জমিতে স্থায়ী জলাবদ্ধতাসহ চাষাবাদের স্থায়ী ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভাষ্য, পুকুর খননের ফলে গত ১০ বছরে নাটোরে আবাদি জমি কমেছে ৫ হাজার হেক্টর। তবে বেসরকারি হিসেবে এ সংখ্যা দ্বিগুণ।

গুরুদাসপুর উপজেলার হাঁড়িভাঙ্গা বিলে গিয়ে দেখা যায়, তিন ফসলি জমিতে অবাধে চলছে পুকুর খনন। জলাশয় খননকারীরা প্রভাবশালী হওয়ায় স্থানীয়দের বেশিরভাগ বিষয়টি নিয়ে মুখ খুলতে চান না।

একই দৃশ্য পাশের বড়াইগ্রাম উপজেলার বাজিতপুর এলাকায়। ফসলি জমি ধ্বংস করে রাত দিন চলছে মাটি কাটা। শুধু এই দুই উপজেলাতেই নয়, সাত উপজেলায় একই চিত্র। তিন ফসলি জমিতে পুকুর খননে স্থায়ী নিষেধাজ্ঞা থাকলেও সে আইনের তোয়াক্কা করছেন না কেউই।

গুরুদাসপুরের হাঁড়িভাঙ্গা গ্রামের কৃষক মকলেছুর রহমান জানান, তিন ফসলি জমিতে পুকুর খননের ফলে আবাদি জমির পরিমাণ কমে যাওয়াসহ খননকৃত পুকুরের পাশে শত শত বিঘা জমিতে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।

মশিন্দা চড়পাড়া গ্রামের শিক্ষক আব্দুস সালাম বলেন, ‘জমির পাশে কেউ কেউ পুকুর খনন করায় এবং সেই পুকুরের পাড়গুলো উঁচু হওয়ায় বর্ষায় বিলে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে পুকুরের পাশে অন্য কৃষকরা বছর জুড়েই চাষাবাদের ক্ষেতে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন।’

চড়পাড়া বিলে জমির মালিক আফছার আলী বলেন, ‘আমি আমার ১০ বিঘা জমিতে পুকুর খননের জন্য অন্যের সহযোগিতা নিয়েছি। সেই ব্যক্তি লাইনঘাট ঠিক করে পুকুর খনন করছেন। অনুমতি ছাড়া পুকুর খনন করা যায় না। জোর করে এসব হয় না।’

তার কথার সত্যতা মিলে গুরুদাসপুর ভূমি অফিসের নৈশ প্রহরী মিন্টু হোসেনের কথায়। গণমাধ্যমের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায় ১০ বিঘা জমিতে পুকুর খননের জন্য মিন্টু দাবি করেন ছয় লাখ টাকা।

তিনি আরও বলেন, ‘এ টাকা ইউএনও, এসিল্যান্ড ও পুলিশকে দিতে হয়। দাবিকৃত ছয় লাখ টাকা তিন কিস্তিতে দেয়া যাবে।’

এ বিষয়ে মিন্টুর সঙ্গে যোগাযোগ করলে প্রথমে তিনি বিষয়টি অস্বীকার করেন। একপর্যায়ে ভিডিওর কথা উল্লেখ করলে তিনি জানান, আগে পুকুর খননে অর্থ আদায়ের দায়িত্ব তিনি পালন করলেও এখন তা গুরুদাসপুর ইউএনওর গাড়ি চালক জয়নাল হোসেন সেই দায়িত্ব পালন করছে।

পরে জয়নালের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথমে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। পরে তিনি অনুরোধ করে জানান, মানুষ হিসাবে তার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তা যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, ‘ওই এলাকার অবৈধ মাটি ব্যবসায়ীদের থামাতে পারছি না। প্রয়োজনে মাটি খনন কাজে ব্যবহৃত সামগ্রী আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হবে।’

এ বিষয়ে সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, ‘আমার আসনে তিন ফসলি জমি রক্ষায় আমি কঠোর অবস্থান নেব। যে কোনো মূল্য আমি মাটি খেকোদের রুখে দেব।’

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার বলেন, ‘পুকুর খননে প্রশাসনের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। যখন অবৈধ পুকুর খননের সংবাদ পাই, তখন অভিযান পরিচালনা করা হয়। তার আওতাধীন কেউ অপকর্মের সঙ্গে জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে।’

নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা জানান, পরিবেশ রক্ষার জন্য তারা কঠোর অবস্থানে আছেন। জেলা উন্নয়ন সমন্বয় কমিটি, আইনশৃঙ্খলা কমিটিসহ অভ্যন্তরীণ যে কমিটিগুলো আছে, সেই কমিটিগুলোর মাধ্যমে তারা সবাইকে কঠোর নির্দেশনা দিয়েছেন। যে কার্যক্রম পরিবেশকে ক্ষতি করে তা কোনোভাবেই করা যাবে না।

জনগণকে তথ্য দেবার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন, ‘তথ্য পেলে অবৈধ পুকুর খনন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আইন লঙ্ঘনকারীদের আইনের আওতায় আনা হবে।’

এ বিভাগের আরো খবর