ঢাকার সাভারে একটি টেইলার্সে এসি বিস্ফোরণে পথচারীসহ অন্তত আটজন আহত হয়েছেন।
পৌরসভার গেন্ডা বাসস্ট্যান্ড এলাকার আদ্রিতা ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স নামের দোকানটিতে সোমবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত দুজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং দুজনকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বিস্ফোরণের ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন টেইলার্সটির মালিক ইউসুফ, তার বন্ধু নাহিদ ও মো. আজাদ।
আহত আজাদ বলেন, ‘রাত সোয়া আটটার দিকে বিকট শব্দে দোকানটিতে থাকা এসি বিস্ফোরণ হয়। এ সময় আমি রাস্তার বিপরীতে দাঁড়ানো ছিলাম। দোকানের গ্লাস ভেঙে ছিটকে এসে মুখে লেগে আমি সামান্য আহত হই।
‘এ ছাড়াও টেইলার্সে থাকা তিনজন, এক নারী ও পথচারীসহ অন্তত সাতজন এই ঘটনায় আহত হন। এর মধ্যে কয়েকজন দগ্ধ ও কয়েকজন বিভিন্নভাবে আহত হয়েছেন।’
তিনি জানান, দগ্ধ দুজনকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও দুজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম বলেন, ‘আমরা সংবাদ পেয়ে রাত আটটা ২৭ মিনিটে ঘটনাস্থলে আসি। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা বিস্ফোরণের কারণে লাগা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
‘আমরা এসে কোনো আগুন পাইনি। এ ছাড়াও ঘটনাস্থলে আসার পর আমরা আহত কাউকে পাইনি।’
এ ঘটনায় ঠিক কতজন দগ্ধ কিংবা আহত রয়েছেন, সে বিষয়ে কিছু জানাতে পারেননি এ কর্মকর্তা।
সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ রাসেল বলেন, ‘আমরা ইউসুফ ও নাহিদ নামের দগ্ধ দুইজনকে পেয়েছি। তারা হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।’