গাইবান্ধার গোবিন্দগঞ্জে আইয়ুব আলী দুলা (৫২) নামের এক অটোরিকশাচালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বাহিনীর ধারণা, পূর্ব শত্রুতার জেরে দুলাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
উপজেলার সাপমারা ইউনিয়নের সিন্টাজুরি এলাকা থেকে রোববার রাত একটার দিকে গোবিন্দগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
মোবাইল ফোনে নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (সি সার্কেল) উদয় কুমার সাহা।
তিনি বলেন, ‘সোমবার দিনগত রাত একটার দিকে গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নের সিন্টাজুরি এলাকায় এক অটোরিকশাচালকের গলা কাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। তাদের খবরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ওই রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নেয়।’
ঘটনার বিষয়ে উদয় কুমার সাহা বলেন, ‘ঘটনাটি রাত পৌনে ১২টা থেকে সোয়া ১২টার মধ্যে ঘটানো হয়েছে। মরদেহের পাশ থেকে অটোসহ চালকের ব্যবহৃত মোবাইল ফোন এবং চালকের পরিহিত পোশাকের ভেতরে থাকা কিছু নগদ টাকাও পাওয়া গেছে।
‘ঘটনার পারিপার্শ্বিকতা এবং প্রাথমিক পুলিশি তদন্তে মনে হচ্ছে ঘটনাটি পূর্ব শত্রুতার জেরে ঘটানো হতে পারে। এটি ছিনতাই নয়।’
তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি অতি গুরুত্বের সাথে তদন্ত করছি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনসহ জড়িতদের শনাক্ত এবং তাদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’