পাবনার আতাইকুলা থানা এলাকায় আব্দুর রউফ নামের এক ট্রাক ড্রাইভারকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ। পুলিশের ধারণা, প্রেমের সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
ঈদের দিন বৃহস্পতিবার ভোরে আতাইকুলার জোরাদহ গ্রামে এ ঘটনা ঘটে।
৫০ বছর বয়সী রউফ আতাইকুলা থানার মধুপুর গ্রামের বাসিন্দা।
নিহতের ছোট ভাই আইয়ুব আলী বলেন, ‘গতকাল সন্ধ্যা থেকে ভাইকে পাওয়া যাচ্ছিল না। রাত ১০টার দিকে তার মোবাইল সেটটিও বন্ধ পাওয়া যায়। আজকে সকালে খবর পাই, জোয়ারদহ গ্রামের একটি লিচু বাগানে তার মরদেহ পড়ে আছে।’
আতাইকুলা থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রেমের সম্পর্কের জেরে রউফকে হত্যা করা হতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
তিনি বলেন, ‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত বলা হবে।’