প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার মোদি ওই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বলে এই সময় জানিয়েছে।
ঢাকার ভারতীয় হাইকমিশন জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা একটি চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে ইদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
এই সঙ্গেই ওই চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন ইদ উদযাপন বিশ্বজুড়ে মানুষকে সহানুভূতি, ভ্রাতৃত্ব ও ঐক্যের মূল্যবোধের কথা।
মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখের আশা জানিয়েছেন এবং প্রার্থনাও করেছেন নরেন্দ্র মোদি। একই সঙ্গে তিনি বাংলাদেশসহ দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলের দেশগুলির মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন।