পদ্মা সেতুতে ৮ ঘণ্টায় পৌনে দুই কোটি টাকার টোল আদায় হয়েছে।
মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৮ ঘণ্টায় দুই প্রান্ত মিলিয়ে মোট টোল আদায় হয়েছে ১ কোটি ৮১ লাখ ৪৫০ টাকা। এ সময় শুধু মাওয়া প্রান্তে টোল আদায় হয়েছে ১ কোটি ১৩ লাখ ৬৪ হাজার টাকা।
পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, মাওয়া প্রান্তে ৭টি বুথ দিয়ে টোল আদায় করা হয়। আট ঘণ্টায় এখান দিয়ে ১৩ হাজার ৮৮৬টি যানবাহন পার হয়েছে। এরমধ্যে মোটরসাইকেল ছিল ৫৮৬১টি। অন্যদিকে, জাজিরা প্রান্ত দিয়ে ৪৮৪৭টি যানবাহন পার হয়েছে, যার মধ্যে মোটরসাইকেল ছিল মাত্র ৩১৩টি।
মোটরসাইকেলের জন্য আলাদা লেন করা হয়েছে জানিয়ে এ কর্মকর্তা আরও জানান, সকালে যানবাহনের কিছুটা চাপ থাকলেও সবাই নির্বিঘ্নে সেতু পার হতে পেরেছেন।