বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঘরপোড়া সেই মানুষগুলোর পাশে ‘সহায়’

  • প্রতিনিধি, ঠাকুরগাঁও   
  • ৯ এপ্রিল, ২০২৪ ১৪:৩৬

মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই পরিবারগুরোর মাঝে দুই বস্তা চাল, ডাল, তেল, চিনি, সেমাই ও নতুন কাপড় উপহার হিসেবে দেয়া হয়।

ঘরপোড়া গন্ধে কাটবে তাদের ঈদ’ শিরোনামে নিউজবাংলায় সংবাদ প্রকাশের পর ঠাকুরগাঁওয়ের আখানগরের ঘর পোড়া সেসব মানুষের পাশে মানবতার হাত বাড়িয়েছে জেলার আত্ম মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন সহায় জুলুম বস্তি।

মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই পরিবারগুরোর মাঝে দুই বস্তা চাল, ডাল, তেল, চিনি, সেমাই ও নতুন কাপড় উপহার হিসেবে দেয়া হয়।

উপহার সামগ্রী হাতে পেয়ে ঘর পুরে যাওয়া ব্যক্তিরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। তাদের মধ্যে একজন নারী অশ্রুসিক্ত হয়ে বলেন, সাংবাদিকরা আমাদের কথা লিখেছেন। যা দেখে এই সহায় সংগঠনের কর্মকর্তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা আপনাদের কোনদিন ভুলব না।

মজিদ হোসেন বলেন, আমাদের পরিবারবর্গকে খাদ্য সামগ্রী ও কাপড় দিয়ে আসন্ন ঈদটাকে রাঙিয়ে দিয়েছে সহায় জুলুম বস্তি। আমি সৃষ্টি কর্তার কাছে দোয়া করি সবার মঙ্গল হোক। আমি আজ খুব আনন্দিত।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব মানুষের মাঝে উপহার তুলে দেন ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলায়াত হোসেন।

তিনি বলেন, গণমাধ্যমের কল্যানে সহায় জুলুম বস্তি আজ এই মহত উদ্যোগ নিয়েছে। এটি এ সংগঠনের ধারাবাজিক কার্যক্রম। সব সময় অসহায়ের সহায় হয়ে হাজির হয় সংগঠনটি। এটি খুব ভালো উদ্যোগ।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারের পক্ষ থেকে এর আগে নগদ টাকা খাদ্য সামগ্রী ও কম্বল দেয়া হয়েছিল। আমরা নামের তালিকা করে টিনের জন্য চাহিদা দিয়েছি৷ শিগগিরই ব্যবস্থা হয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন সহায় জুলুম বস্তির উপদেষ্টা মাসুদুর রহমান বাবু, শরিফুল ইসলাম শরীফ। সহায়ের অন্যান্য সদস্যও উপস্থিত ছিলেন।

গত ২৭ ফেব্রুয়ারি রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগরের মধ্য ঝাড়গাঁ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ এতে ৩১ পরিবার আগুনে তাদের সর্বস্ব হারায়।

এ বিভাগের আরো খবর