চাঁদ দেখা সাপেক্ষে দেশে বুধ বা বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপন হবে।
উৎসবের এ দিনে আবহাওয়া কেমন থাকতে পারে, তা মঙ্গলবার দুপুরে নিউজবাংলাকে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক আবহাওয়াবিদ।
তরিকুল নেওয়াজ কবির জানান, ঈদের দিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বুধ বা বৃহস্পতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
দেশে চলমান দাবদাহ আগামী দুই-তিন দিন অব্যাহত থাকতে পারে কি না, তা নিয়ে এ আবহাওয়াবিদ বলেন, এটি আরও বিস্তৃতি লাভ করতে পারে।
৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে সিনপটিক অবস্থা নিয়ে জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে আছে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে জানানো হয়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
তাপপ্রবাহ বা দাবদাহের বিষয়ে বলা হয়, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে।