বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হোটেল থেকে পরিচালক সোহানের মেয়ের মরদেহ উদ্ধার

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৮ এপ্রিল, ২০২৪ ১১:০১

এসআই সাব্বির হোসেন বলেন, ‘পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে যান তিনি। দুপুরে যাত্রাবাড়ীর ওই আবাসিক হোটেলে ওঠেন সামিয়া। ইফতারির সময় হোটেল কতৃপক্ষ ইফতার নিয়ে ওই কক্ষের দরজায় নক করে, কিন্তু অনেকক্ষণ নক করার পর কোনো সাড়া শব্দ না পেয়ে থানায় খবর দেন তারা।’

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

দক্ষিণ যাত্রাবাড়ী ক্যামব্রিয়ান স্কুলসংলগ্ন রংধনু আবাসিক হোটেলের ২১০ নম্বর কক্ষ থেকে রোববার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।

প্রাণ হারানো সামিয়া রহমান সৃষ্টি (৩৪) প্রয়াত চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমানের মেয়ে। তিনি উত্তরা ৩ নম্বর সেক্টরে স্বামী তানিমের সঙ্গে থাকতেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘আজ সন্ধ্যার দিকে হোটেল কতৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে রংধনু হোটেলের দ্বিতীয় তলায় একটি রুমে ওই নারীর মরদেটি জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় পাই।’

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতলের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

এসআই সাব্বির হোসেন বলেন, ‘পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে যান তিনি। দুপুরে যাত্রাবাড়ীর ওই আবাসিক হোটেলে ওঠেন সামিয়া। ইফতারির সময় হোটেল কতৃপক্ষ ইফতার নিয়ে ওই কক্ষের দরজায় নক করে, কিন্তু অনেকক্ষণ নক করার পর কোনো সাড়া শব্দ না পেয়ে থানায় খবর দেন তারা। পরে সেখানে গিয়ে হোটেলের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়।’

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর