রাজধানীর আগারগাঁওয়ের একটি বাসা থেকে এক ব্যক্তি ও তার ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় আগারগাঁওয়ের তালতলার একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। খবর ইউএনবির
নিহতরা হলেন- মো. সবুজ ও তার ছেলে শাহদাব (১৮)।
তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনের এডিসি রুবায়েত ফেরদৌস জানান, সন্ধ্যায় আগারগাঁওয়ের তালতলার মোল্লাপাড়া সড়কের একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় সবুজের মেয়েকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, সবুজ ঋণের বোঝায় জর্জরিত ছিলেন। কয়েক বছর আগে চাকরি ছেড়ে বিভিন্ন খাতে বিনিয়োগ করলেও লোকসানে পড়েন। ফলে অর্থের অভাবে হতাশায় ভুগছিলেন তিনি।
এডিসি আরর বলেন, ‘ধারণা করা হচ্ছে, ছেলে ও মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা করেছেন তিনি। তবে ভাগ্যক্রমে মেয়েটি বেঁচে যায়।’
তিনি বলেন, ‘ঘটনার সময় তার স্ত্রী প্রাইভেট টিউশনির জন্য বাড়ির বাইরে ছিলেন।’