সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) বাবুল আক্তার বলেন, ‘সকালে মোটরসাইকেলটি চালিয়ে আরিচা মুখে যাচ্ছিলেন এক আরোহী। এ সময় ধামরাইয়ের কসমস এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর ছিটকে পরে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়।’
সাভারের ধামরাইয়ে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে একজন নিহত হয়েছেন।
ঢাকা-আরিচা মহাসড়কে কসমস এলাকার বেতার সেন্টারের সামনে রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে নিহতের নাম ঠিকানা ও বিস্তারিত পরিচয় জানাতে পারেনি হাইওয়ে পুলিশ।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) বাবুল আক্তার বলেন, ‘সকালে মোটরসাইকেলটি চালিয়ে আরিচা মুখে যাচ্ছিলেন এক আরোহী। এ সময় ধামরাইয়ের কসমস এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর ছিটকে পরে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়।’
মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্ত হলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।