দেশের বিভিন্ন স্থানে রোববার ও সোমবার বৃষ্টি হতে পারে জানিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের একজন আবহাওয়াবিদ বলেছেন, এ দুই দিন গরম কমার পর বাড়তে পারে মঙ্গলবার থেকে।
দেশের কিছু স্থানে বৃষ্টির খবর পাওয়ার বিষয়ে বজলুর রশিদ রোববার সকালে নিউজবাংলাকে জানান, ৭ কিংবা ৮ এপ্রিল বৃষ্টি হতে পারে বলে বেশ আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। রোববারের মতো সোমবারও একই ধরনের বৃষ্টি হতে পারে। মঙ্গলবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও পরিমাণটা আগের দুই দিনের মতো হবে না।
বৃষ্টিতে গরম কমবে কি না, সে বিষয়ে জানতে চাওয়া হলে এ আবহাওয়াবিদ বলেন, বৃষ্টিতে রোব ও সোমবার গরম কমতে পারে, তবে মঙ্গলবার থেকে বাড়তে পারে গরম।
এর আগে আবহাওয়া অধিদপ্তর শনিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিপাতের বিষয়ে জানিয়েছিল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।