বান্দরবানের বিচ্ছিন্ন ঘটনায় বাংলাদেশের টুরিস্ট খাতে কোনো ধরনের প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন টুরিস্ট পুলিশের ডিআইজি আবু কালাম সিদ্দিক।
সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় শনিবার টুরিস্ট পুলিশের একটি জোনের কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করে তিনি এ কথা বলেন।
এ সময় টুরিস্ট পুলিশের ডিআইজি বলেন, ‘পার্বত্য এলাকায় আমাদের যৌথবাহিনী অপারেশন করছেন। এ ছাড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই বিচ্ছিন্ন ঘটনার কোনো ধরনের প্রভাব বাংলাদেশের টুরিস্ট খাতে কোনো ধরনের প্রভাব পরবে না।
‘আগামী পহেলা বৈশাখে আমাদের সকল পুলিশ সুপারকে নির্দেশনা দেয়া হয়েছে। পহেলা বৈশাখেও আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
এ সময় সাভার-আশুলিয়া টুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ মনিরুল হক ডাবলু বলেন, ‘সাভার-আশুলিয়া ও ধামরাই এই টুরিস্ট পুলিশ জোনের আওতায় থাকবে। আমরা পর্যটকদের নিরাপত্তার জন্য বদ্ধপরিকর।’
গত ২ এপ্রিল বান্দরবানে সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টা করা হয়। রুমা উপজেলার পরিষদ চত্বর এলাকায় অনুমানিক রাত সোয়া ৮টা থেকে ঘণ্টাখানেক সময় ধরে ডাকাতির এ ঘটনা ঘটে।
র্যাব জানায়, ওই সময় সোনালী ব্যাংকের ডিউটিরত গার্ড কনস্টেবলসহ সর্বমোট ১০ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে দায়িত্বরত আনসার সদস্যের চারটি শটগান ও ৩৫টি গুলি লুট ও সোনালী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুটের চেষ্টা করে হামলাকারীরা। এ সময় ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দীনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।