হেরোইনসহ গ্রেপ্তার হওয়া নেত্রকোণা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু রায়হান প্রবানকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
শুক্রবার কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।
ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনবিরোধী, শৃঙ্খলা-পরিপন্থী এবং সংগঠনের ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
শনিবার নেত্রকোণা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন বহিষ্কারের বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করে বলেন, ‘হেরোইনসহ আবু রায়হান প্রবানের গ্রেপ্তারের বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে আমরা অবহিত করি। পরে জরুরি সিদ্ধান্ত মোতাবেক তাকে বহিষ্কার করা হয়। মাদক ও সন্ত্রাসে জড়িত এমন কারও স্থান ছাত্রলীগে হবে না।’
আবু রায়হান প্রবান নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার মাঘান-শিয়াধার ইউনিয়নের বাসিন্দা। তিনি নেত্রকোণা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদে ছিলেন। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে মোহনগঞ্জ পৌরশহরের মাইলোড়া এলাকায় বসবাস করেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে বারহাট্টা থেকে এক গ্রাম হেরোইনসহ প্রবানকে এক সঙ্গীসহ গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম। এ ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে জরুরিভাবে তাকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
ডিবি (পূর্ব) পুলিশের ওসি মো. সাইদুর রহমান বলেন, ‘এ ঘটনায় মাদক আইনে মামলা দিয়ে শুক্রবার সকালে প্রবানকে আদালতে সোপর্দ করা হয়।’