চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া গ্রামে একই পুকুরে ডুবে ওয়াজিফা বেগম ও মারিয়া আক্তার নামে পাঁচ বছর বয়সী দুই শিশু নিহত হয়েছে।
নিহত ওয়াজিফা বেগম স্থানীয় আবু ছালেকের মেয়ে এবং শিশু মারিয়া আক্তার একই এলাকার রিয়াজ উদ্দিনের মেয়ে।
নিহতদের পরিবারের সদস্যরা জানান, শিশু দুটি সবসময় একসঙ্গে থাকত, খেলত। শুক্রবার সকাল ১১টার দিকে একই পুকুরে তারা সম্ভবত পানি নিয়ে খেলতে নামলে পা পিছলে পড়ে গেলে আর উঠতে পারেনি।
দুপুর ১২টা নাগাদ মারিয়ার মা পুকুরে ভেসে থাকা নিজের মেয়েকে দেখে চিৎকার করলে সবাই জড়ো হয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য রাশেদ নূরী জানান, পুকুরে খেলতে গিয়ে সকলের অগোচরে প্রাণ হারায় এই দুই শিশু। জোড়া শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।