বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সেতুর নিচ থেকে নবজাতক উদ্ধার

  • প্রতিনিধি, গাইবান্ধা   
  • ৪ এপ্রিল, ২০২৪ ১২:১৯

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মোহাম্মদ ফরহাদ বলেন, ‘রাখালবুরুজ ইউনিয়নের একটি ব্রিজের নিচ থেকে বুধবার সকালে নবজাতককে উদ্ধার করে ওই এলাকার লোকজন। পরে সকাল ১০টার দিকে ওই নবজাতককে তারা গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।’

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেতুর নিচ থেকে এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা।

উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের অভিরামপুর এলাকার একটি সেতুর নিচ থেকে বুধবার সকালে নবজাতককে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া নবজাতককে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন ঘণ্টা পর্যবেক্ষণ শেষে অভিরামপুর গ্রামের শাহারুল ইসলামের অস্থায়ী জিম্মায় দেয় উপজেলা প্রশাসন।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ ফরহাদ মোবাইল ফোনে বুধবার সন্ধ্যা সাতটার দিকে নিউজবাংলাকে বলেন, ‘রাখালবুরুজ ইউনিয়নের একটি ব্রিজের নিচ থেকে বুধবার সকালে নবজাতককে উদ্ধার করে ওই এলাকার লোকজন। পরে সকাল ১০টার দিকে ওই নবজাতককে তারা গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।

‘নবজাতকটি সম্পূর্ণ সুস্থ আছে। সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত তিন ঘণ্টা পর্যবেক্ষণে রেখে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, সমাজসেবা কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক নবজাতককে অভিরামপুর গ্রামের শাহারুল ইসলামের অস্থায়ী জিম্মায় দেয়া হয়েছে।’

চিকিৎসক ফরহাদ আরও বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মিটিং আছে। আইনিসহ সকল প্রক্রিয়া শেষে অভিভাবকহীন এ শিশুটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন উপজেলা প্রশাসন।’

এ বিভাগের আরো খবর