তাইওয়ানের পূর্বাঞ্চলে বুধবার সাত দশমিক দুই মাত্রার ভূমিকম্পে আহত ব্যক্তির সংখ্যা এক হাজার ছাড়িয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে রয়টার্স।
বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় প্রাণহানি হয়েছে নয়জনের।
পূর্ব এশিয়ার দেশটির কম বসতিপূর্ণ কাউন্টি হুয়ালিয়েনে গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে গতকাল সকালে, যে সময়টাতে কর্মস্থল ও স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল বাসিন্দারা।
ভূকম্পনে রাজধানী তাইপের বিভিন্ন ভবন কেঁপে উঠলেও সেখানে ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্য নয়।
তাইওয়ানের অগ্নিনিরাপত্তা বিভাগ জানায়, ভূমিকম্পে আহত হয় এক হাজার ৫০ জন। এ ঘটনায় নিখোঁজ রয়েছে ৫২ জন।
এদিকে দেশটির তারোকো ন্যাশনাল পার্কের একটি রিসোর্টে যাওয়ার পথে নিখোঁজ ৫০ জনের মতো হোটেলকর্মীর মধ্যে প্রায় ২৪ জনের সন্ধান মিলেছে।
অগ্নিনিরাপত্তা বিভাগ জানায়, ওই কর্মীরা একটি মহাসড়কে আটকা পড়েছিলেন।
বিভাগটি আরও জানায়, ২৬ জন কর্মীর আরেকটি দলকেও পাওয়া গেছে।
ভূমিকম্পের পরের দিন সকালে একটি খনি এলাকায় আটকে পড়া ছয়জনকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়।