খুলনার রূপসা উপজেলার একটি পাটকলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। এছাড়াও আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ নৌ বাহিনী।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে রূপসার জাবুসা এলাকায় বেসরকারি সালাম জুট মিলে আগুন লাগে। তবে আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি।
খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার জানান, আগুনে অনেক পাট পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা এখনও জানা যায়নি। আগুন নিযন্ত্রণের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।
প্রাথমিকভাবে পাটকল কর্তৃপক্ষের সঙ্গে বলে জানা গেছে, কেনা পাট এই গুদামে প্রক্রিয়াজাত করে বিভিন্ন দেশে পাঠানো হয়। আগুন লাগার সময়ে ৭৫০ টন প্রক্রিয়াজাত পাট গুদামটিতে মজুত ছিল। দুয়েকদিনের মধ্যে চীনে শিপমেন্টেরও কথা ছিল। এর মধ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।