মুন্সীগঞ্জের গজারিয়ায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার ভিটিকান্দি এলাকায় বুধবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো পথচারী হলেন মো. ইব্রাহিম (৬০), যিনি গজারিয়া উপজেলার ভিটিকান্দি গ্রামের হাবু শিকদারের ছেলে।
এ ঘটনায় মোটরসাইকেলের চালক মাহবুব (২৮) গুরুতর আহত হয়েছেন, যাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী একজনের ভাষ্য, ভিটিকান্দি বাস স্ট্যান্ড এলাকা দিয়ে বুধবার সকাল পৌনে ৯টার দিকে রাস্তা পার হচ্ছিলেন পথচারী ইব্রাহীম। ওই সময় ঢাকা থেকে কুমিল্লাগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে একটি প্রাইভেট কার ধাক্কা দিলে মোটরসাইকেলটি পথচারী ইব্রাহিমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইব্রাহিমের।
তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত হন মোটরসাইকেলের চালক মাহবুব, যাকে স্থানীয়রা গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক মাহবুবকে সকাল ৯টার দিকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির বলেন, ‘মরদেহটি ঘটনাস্থলে আছে। আহত মোটরসাইকেল চালককে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আমরা প্রাইভেট কারটিকে শনাক্তের চেষ্টা করছি।’