বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাতাসে জলীয় বাষ্প বেশি, আরও ঘামবে মানুষ

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২ এপ্রিল, ২০২৪ ১৩:৩৮

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নীলফামারী ও দিনাজপুর জেলাসহ রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।

ঢাকাসহ কয়েকটি বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এ অবস্থা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে বাতাসে জলীয় বাষ্প বেশি হওয়ায় বাড়তে পারে জনজীবনে অস্বস্তি।

মঙ্গলবার সকাল ৯টার থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাবে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নীলফামারী ও দিনাজপুর জেলাসহ রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, জলাশয়ে পানি বাষ্প হয়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়িয়ে দেয়। তীব্র গরমে বাতাসে বেশি জলীয় বাষ্প থাকার কারণে আমাদের গায়ের ঘাম বায়ু আর শোষণ করে জলীয় বাষ্প তৈরি করতে পারে না। তখন আমাদের গরমে ঘাম হয়। বাতাসে জলীয় বাষ্প তথা আর্দ্রতা বেশি থাকার কারণে গায়ের ঘাম শুকায় না, ভ্যাপসা গরম লাগে।

অধিদপ্তরের মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়ে অধিদপ্তর বলছে, আগামী পাঁচ দিনের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ বিভাগের আরো খবর