বাগেরহাটের মোংলা পশুর চ্যানেলে ডুবে যাওয়া ‘এম ভি সাফিয়া’ নামের বাল্কহেড থেকে চাল উত্তোলন শুরু হয়েছে।
৫০ জন শ্রমিক ও সাতজন ডুবুরি সোমবার সকাল থেকে থেকে চাল উত্তোলনের কাজ করছেন, তবে ডুবে যাওয়া বাল্কহেড জাহাজটি উদ্ধার করতে দুই থেকে তিন দিন সময় লাগবে বলে জানিয়েছেন মেসার্স আব্দুর রশিদ এন্টারপ্রাইজের প্রতিনিধি মো. আরাফাত।
তিনি বলেন, ‘ডুবে যাওয়া এমভি সাফিয়া নামের বাল্কহেডটির মাধ্যমে আমরা সরকারি এ চাল মোংলা খাদ্য গুদামে পৌঁছানোর দায়িত্বে ছিলাম। সকাল থেকে আমরা চাল উত্তোলনের কাজ শুরু করেছি। চাল উত্তোলনের পর ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধার করা হবে।’
মোংলার পশুর নদীর মোহনায় ‘এমভি শাহাজাদা-৬’ নামের একটি লাইটার জাহাজের ধাক্কায় রোববার বিকেলে এম ভি সাফিয়া বাল্কহেডটি ডুবে যায়। এ ঘটনায় এমভি শাহাজাদা-৬ নামের লাইটার জাহাজটিকে সন্ধ্যায় আটক করে নৌ পুলিশ।
বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনায় কেউ হতাহত হয়নি। জাহাজে থাকা পাঁচ ক্রুকে উদ্ধার করা হয়েছে।
খুলনার সরকারি খাদ্য গুদাম থেকে রোববার সকালে ছয় হাজার বস্তায় ১৮০ টন সরকারি চাল নিয়ে মোংলা খাদ্য গুদামের উদ্দেশে চালবোঝাই এম ভি সাফিয়া বাল্কহেডটি ছেড়ে আসে। ঈদ উপলক্ষে কম আয়ের মানুষদের জন্য চালগুলো নিয়ে আসা হয়েছিল।