বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাইক্রোতে বাসের ধাক্কায় দুই সন্তান নিহত, আহত মা-বাবা

  • প্রতিবেদক, ময়মনসিংহ   
  • ৩১ মার্চ, ২০২৪ ১২:৫১

তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী বলেন, ‘সকালে শেরপুর থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি ঢাকার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে সাতটার দিকে তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা শেরপুরগামী বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাশুরা নোকাদ্দেছ তানাছ ও তার ভাই আনাছ আহনাফ ঘটনাস্থলেই মারা যায়।’

ময়মনসিংহের তারাকান্দায় বাসের ধাক্কায় মাইক্রোবাসের দুই শিশু যাত্রী নিহত ও তাদের মা ও বাবা আহত হয়েছেন।

শেরপুর-ময়মনসিংহ সড়কে উপজেলার দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে রোববার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় প্রাণ হারানো শিশুদ্বয় হলো শেরপুরের শ্রীবরদী থানাধীন চর শিমুলচরা গ্রামের ১৬ বছর বয়সী মাশুরা নোকাদ্দেছ তানাছ ও তার তিন বছর বয়সী সহোদর আনাছ আহনাফ।

তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী দুর্ঘটনার বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করে বলেন, ‘সকালে শেরপুর থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি ঢাকার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে সাতটার দিকে তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা শেরপুরগামী বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়।

‘এতে মাশুরা নোকাদ্দেছ তানাছ ও তার ভাই আনাছ আহনাফ ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আহত অবস্থায় স্থানীয়রা নিহত শিশুদের বাবা-মাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে বাসটিকে জব্দ করতে পারলেও পালিয়েছেন চালক। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এ বিভাগের আরো খবর