বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টাকা না পেয়ে বেল্টের আঘাতে বাবাকে হত্যা: পুলিশ

  • প্রতিবেদক, ময়মনসিংহ   
  • ৩১ মার্চ, ২০২৪ ১০:৪০

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করে বলেন, “ফয়সাল নিয়মিত মাদক সেবন করে। সকালে মায়ের কাছে ১০ হাজার টাকা চায় সে। এ সময় পাশে থাকা বাবা ছেলেকে বলেন, ‘টাকা নেই।’ এতে বাবাকে বকাবকি শুরু করেন ফয়সাল। তখন জুলহাস উদ্দিন ছেলে ফয়সালকে ধকম দেন। ফয়সাল ক্ষিপ্ত হয়ে প্যান্টের বেল্ট খুলে বাবা জুলহাস উদ্দিনের ঘাড়ে আঘাত করে। এ ঘটনায় মারা যান জুলহাস উদ্দিন।”

ময়মনসিংহের নগরে টাকা চেয়ে না পেয়ে প্যান্টের বেল্ট দিয়ে আঘাত করে এক যুবক তার বাবাকে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

নগরের ৩২ নম্বর ওয়ার্ডের চর কালিবাড়ী এলাকায় শনিবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

প্রাণ হারানো জুলহাস উদ্দিন ইলেকট্রিশিয়ান ছিলেন।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করে বলেন, “ফয়সাল নিয়মিত মাদক সেবন করে। সকালে মায়ের কাছে ১০ হাজার টাকা চায় সে। এ সময় পাশে থাকা বাবা ছেলেকে বলেন, ‘টাকা নেই।’ এতে বাবাকে বকাবকি শুরু করেন ফয়সাল।

“তখন জুলহাস উদ্দিন ছেলে ফয়সালকে ধকম দেন। ফয়সাল ক্ষিপ্ত হয়ে প্যান্টের বেল্ট খুলে বাবা জুলহাস উদ্দিনের ঘাড়ে আঘাত করে। এ ঘটনায় মারা যান জুলহাস উদ্দিন।”

তিনি আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

‘এ ঘটনায় নিহতের ছোট ছেলে বাদী হয়ে ফয়সালকে আসামি করে মামলা করেছে। তাকে গ্রেপ্তার করতে চেষ্টা চলছে।’

এ বিভাগের আরো খবর