বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গুচ্ছের বিপক্ষে ইবির সাত শিক্ষক, পক্ষে ছয়জন

  • প্রতিনিধি, ইসলামী বিশ্ববিদ্যালয়   
  • ২৪ মার্চ, ২০২৪ ১৪:৫৫

নোট অফ ডিসেন্টে বলা হয়, গুচ্ছ কার্যক্রমের আহ্বায়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ইবিসহ ২৪ বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে ভর্তি বিজ্ঞপ্তি দিতে শিক্ষামন্ত্রী নির্দেশ দিয়েছিলেন। এসব বিবেচনায় নিয়ে ছয়জন মনে করেন, বর্তমান পরিবেশ ও পরিস্থিতিতে গুচ্ছ থেকে বের হওয়ার আর কোনো সুযোগ নেই।

ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতিতে অংশ নেয়া নিয়ে দ্বিধায় পড়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (ইবিশিস)।

সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় শনিবার এ মতানৈক্য দেখা দেয়।

সভায় ১৫ সদস্যের ইবিশিস কমিটির সভাপতি ও সম্পাদক ছাড়া সাতজন গুচ্ছে না যাওয়ার পক্ষে এবং ছয়জন গুচ্ছের পক্ষে মত দেন।

এমন পরিস্থিতিতে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে গুচ্ছে না যাওয়ার পক্ষে সিদ্ধান্ত হলে গুচ্ছে আগ্রহী শিক্ষকরা সংখ্যাগরিষ্ঠদের সঙ্গে দ্বিমত পোষণ করে ‘নোট অফ ডিসেন্ট’ দেন।

সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় জানা যায়, আগের সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী গুচ্ছে না যাওয়ার মত ছিল শিক্ষক সমিতির, তবে ইউজিসি ও সরকারের নির্দেশনা অনুযায়ী নতুন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেয়ার জন্য সভায় এজেন্ডা আকারে আলোচনা হয়। এতে আগের সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করে গুচ্ছের পক্ষে থাকেন শিক্ষক সমিতির সহসভাপতির নেতৃত্বে ছয়জন সদস্য।

নোট অফ ডিসেন্টে উল্লেখ করা হয়, ২৩ জানুয়ারি অনুষ্ঠিত ইবি শিক্ষক সমিতির সাধারণ সভার সিদ্ধান্তের প্রতি তারা শ্রদ্ধা প্রদর্শন করেন। ছয়জন শিক্ষক মনে করেন, যেহেতু এরই মধ্যে ১৫ হাজারের বেশি আবেদনকারী ইবিকে গুচ্ছের কেন্দ্র হিসেবে চয়েজ দিয়েছেন, সেহেতু গুচ্ছে থাকা উচিত।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষক প্রতিনিধির সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃপক্ষ মতবিনিময় সভার আহ্বান করে। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষক প্রতিনিধির স্বাক্ষরিত পত্রে মতবিনিময় সভায় উপস্থিত না হতে পারার জন্য কমিশনের কাছে দুঃখ প্রকাশ করা হয়।

নোট অফ ডিসেন্টে বলা হয়, গুচ্ছ কার্যক্রমের আহ্বায়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ইবিসহ ২৪ বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে ভর্তি বিজ্ঞপ্তি দিতে শিক্ষামন্ত্রী নির্দেশ দিয়েছিলেন। এসব বিবেচনায় নিয়ে ছয়জন মনে করেন, বর্তমান পরিবেশ ও পরিস্থিতিতে গুচ্ছ থেকে বের হওয়ার আর কোনো সুযোগ নেই।

গুচ্ছের পক্ষে থেকে নোট অব ডিসেন্ট দেয়া শিক্ষকদের নেতৃত্ব দেয়া শিক্ষক সমিতির সহসভাপতি ও ইবির প্রক্টর অধ্যাপক শাহাদৎ আজাদ বলেন, ‘আমরা শিক্ষক সমিতির সাধারণ সভার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু ওই সভার পরে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেছে। ইতোমধ্যে ইউজিসি, সরকারের বিভিন্ন মহল ও গুচ্ছের আহ্বায়ক যশোর বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি স্যারের বক্তব্য হতে সুস্পষ্ট হয়েছে যে, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়ায় সরকারের অভিপ্রায় রয়েছে।

‘এ বছরে ১৫ হাজারের বেশি ভর্তিচ্ছু কেন্দ্র হিসেবে ইবিতে আবেদন করেছেন। তাই ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের দূরদুরান্তের অভিভাবকদের দুশ্চিন্তা নিরসনে আমি মনে করি এই বছরের মতো গুচ্ছের বাইরে গিয়ে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তির নামে কালক্ষেপণের আর সুযোগ নেই।’

ইবিশিসের সভাপতি নোট অফ ডিসেন্টকে সমর্থন জানালেও সাধারণ সম্পাদক বলেছেন সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্তের কথা।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, ‘দ্বিমত পোষণ গণতান্ত্রিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা। এটা সিদ্ধান্তের অংশ নয়। সিদ্ধান্ত হয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে।

‘ছয়জন বিরোধিতা করেছে। তার মানে ধরে নিতে হবে বাকি ৯ জন সিদ্ধান্তের পক্ষে। এ অবস্থায় প্রশাসন গুচ্ছে গেলে আমরা কোনো কার্যক্রমে অংশগ্রহণ করব না।’

তিনি বলেন, ‘রাষ্ট্রপতির অভিপ্রায়ে যেকোনো কিছু হতে পারে। তবে মহামান্য আচার্য, মাননীয় প্রধানমন্ত্রী কিংবা শিক্ষা মন্ত্রীর এ বিষয়ে স্পষ্ট কোনো অভিপ্রায় এখনও নেই।’

গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে আজও গুচ্ছে যাবে বলে নিশ্চয়তা প্রদান করেছে। আমাদের প্রবেশপত্র, আসন বিন্যাস সবকিছু সম্পন্ন হয়েছে।

‘সকল বিশ্ববিদ্যালয়সহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও অংশ নিয়ে যে সমস্ত কাজ করতে হয়, পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন করা, প্রশ্নের মান নির্বাচন, সবকিছুই এখন কমপ্লিট। এ বছর তাই ইবিসহ কোনো বিশ্ববিদ্যালয়ের আর গুচ্ছ থেকে বের হওয়ার সুযোগ নেই।’

‘শুধু ইবি প্রশাসন নয় আমার শিক্ষক সমিতির সভাপতির সঙ্গে কথা হয়েছে তিনি বলেছেন গুচ্ছে যাবে। এখন যদি কেউ এ পদ্ধতিতে না যেতে চায় তবে তা হবে সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করা হবে।’

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘গঠনতান্ত্রিক বাধ্যবাধকতা থাকায় সভাপতি হিসেবে আমি কোনো পক্ষে মত দিতে পারি না। নিয়ম অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ মতই সিদ্ধান্ত, তবে একজন শিক্ষক হিসেবে আমি মনে করি বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে এবং গুচ্ছে আবেদনকারী শিক্ষার্থীদের বিষয় বিবেচনায় নিয়ে গুচ্ছে অংশ নেয়া উচিত।’

ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান বলেন, ‘তারা শুরু থেকে না যেত, এটা ঠিক ছিল, কিন্তু পরীক্ষার চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়েছে। তারা কার্যক্রমও শুরু করেছে, বিভিন্ন মিটিংয়ে অংশগ্রহণ করেছে। এখন গুচ্ছে না যাওয়া সঠিক সিদ্ধান্ত নয়।

‘আমি মনে করি এ ধরনের সিদ্ধান্ত জাতির জন্য শুভকর নয়। কোমলমতি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের কষ্ট লাঘবের জন্য গুচ্ছ পরীক্ষা পদ্ধতির প্রবর্তন করা হয়েছিল। যেহেতু তারা গত বছরগুলোতে অংশগ্রহণ করেছে, এ বছরও তাদের অংশ নেয়া উচিত। মূলত এ বিষয়টি নৈতিকতার ব্যাপার।’

রাষ্ট্রপতির অভিপ্রায়ের বিষয়ে ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান আরও বলেন, ‘চিঠি এভাবে উনাদের কাছে দেয় না, এটা ইউজিসিকে দেয়া হয়, যা বিভিন্ন সময়ে পত্রপত্রিকায় এসেছে। গত বছর রাষ্ট্রপতি গুচ্ছে থাকার বিষয়ে সরাসরি নির্দেশনা দিয়েছেন।

‘রাষ্ট্রপতি তো আর ওইভাবে সিদ্ধান্ত দেবেন না যে, আমি সিদ্ধান্ত দিলাম, আপনারা মেনে নেন। উনারা শিক্ষক সমাজ। উনাদের অনুরোধ করেই চিঠি দেয়া হয়েছে।’

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, “গত বছরগুলোতে আমরা গুচ্ছে অংশগ্রহণ করলেও এ বছর আমরা গুচ্ছ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তে ছিলাম, কিন্তু এরপর যখন চিঠিটা আসল, তখন সরকার বলল যে,. এখন আর গুচ্ছের বাহিরে যাওয়ার সুযোগ নেই।

“এর আগে আমরা তাদের জানিয়েছিলাম আমরা যাচ্ছি না। জানানোর পর কিন্তু গুচ্ছওয়ালারা আমাদের বিশ্ববিদ্যালয়সহ ২৪টি বিশ্ববিদ্যালয়ের নাম যুক্ত করল। আমি তখন তাদের জিজ্ঞেস করেছিলাম, ‘আমাদের কেন যুক্ত করেছেন?’ তখন তিনি বললেন, ‘আমি আদিষ্ট হয়ে দিইনি। সরকার থেকে আমাকে বলা হয়েছে যুক্ত করার।’”

উপাচার্য আরও বলেন, ‘১৫ হাজার ছেলে-মেয়ের জীবন নিয়ে জেদ করা কি ভালো হবে? আমি বিশ্বাস করি শিক্ষকদের ছাড়া একটি পরীক্ষার কার্যক্রম চালানো যায় না এবং এটি উচিত না।

‘আমি শিক্ষকদের আহ্বান জানাব যে, আমরা শিক্ষক হলেও কিন্তু সরকারের লোক। আমাদের এর বাইরে চিন্তাভাবনা করার কোনো সুযোগ নেই।’

এ বিভাগের আরো খবর