বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের সময় পাশে ছিল ভারত: কাদের

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৩ মার্চ, ২০২৪ ১৩:২৯

ওবায়দুল কাদের বলেন, ‘ইন্ডিয়াসহ বন্ধুদের যারা আছে, তারা দেশে-বিদেশে নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র, তখন আমাদের পাশে দাঁড়িয়েছিল। এটা সত্য। তারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেনি। তারা আমাদের ভোট বানচালের ষড়যন্ত্রকে প্রতিহত করার সময় আমাদের পাশে দাঁড়িয়েছে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র হয়েছিল অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সে সময়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পাশে ছিল ভারত।

ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের জনগণ ভোট দিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে নির্বাচিত করেছে। ৪১ ভাগেরও বেশি ভোট নির্বাচনে পড়েছে, যেটা অনেক উন্নত দেশেও এ পরিমাণ ভোট পড়ে না। তার পরও বলে, এখানে ইন্ডিয়া আমাদের নির্বাচিত করল। কোথায় ইন্ডিয়া? ভোটকেন্দ্রে আমাদের জনগণ, আমাদের ভোটাররা ভোট দিল।

‘ইন্ডিয়াসহ বন্ধুদের যারা আছে, তারা দেশে-বিদেশে নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র, তখন আমাদের পাশে দাঁড়িয়েছিল। এটা সত্য। তারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেনি। তারা আমাদের ভোট বানচালের ষড়যন্ত্রকে প্রতিহত করার সময় আমাদের পাশে দাঁড়িয়েছে।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসে বিবৃতি দিচ্ছেন উল্লেখ করে আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ নেতা বলেন, ‘বিএনপির মহাসচিব সিঙ্গাপুরে। আবার প্রতিদিনই দেখি একেকটা বিবৃতি দেয়।

‘আমি অবাক হই, কোনো দলের সেক্রেটারি জেনারেল, নেতৃত্ব বিদেশে গিয়ে দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলে। আমি এ পর্যায়ে অনেকবার চেকআপে সিঙ্গাপুর গেছি, কিন্তু আমি কোনোদিনও কোনো বিবৃতি, মন্তব্য বিদেশ থেকে দিইনি। এটা নিয়ম নয়।’

এ বিভাগের আরো খবর