মেহেরপুরে শ্যালকের বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সঙ্গে থাকা তার স্ত্রী।
শুক্রবার রাত সাড়ে আটটার দিকে জেলার গাংনী উপজেলার বামন্দী কিবরিয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৩৫ বছর বয়সী মারুফ হোসেন রাজশাহীর বাসিন্দা ও গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের মৃত জিল্লুর রহমানের জামাই। আহত হয়েছেন তার থাকা স্ত্রী আনিকা খাতুন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ের অনুষ্ঠান শেষে নিজ মোটরসাইকেল যোগে শশুরবাড়ি জোড়পুকুরিয়া গ্রামে ফেরার পথে বামন্দী কিবরিয়া ফিলিং স্টেশনের সামনে সড়কে পার্কিং করা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন মারুফ।
তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শরীফুল ইসলাম।
তিনি বলেন, ‘নিহতের মরদেহ তার শশুরের পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। সড়কে পার্কিং করা গাড়িটি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।’