বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাকুন্দিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, দুজন আহত

  • প্রতিনিধি, কিশোরগঞ্জ    
  • ২১ মার্চ, ২০২৪ ১২:০৭

পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।’

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

উপজেলার মরুড়া এলাকায় বৃহস্পতিবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন ৪৫ বছর বয়সী রিপন মিয়া। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি গ্রামের প্রয়াত সিদ্দিক মিয়ার ছেলে।

এ দুর্ঘটনায় আহত দুজন হলেন একই এলাকার মোমেন মিয়া ও মোজাম্মেল হক।

পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু বলেন, ‘মোটরসাইকেল করে তিনজন ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন। সকাল সাতটার দিকে মরুড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী একজন নিহত হন ও দুজন আহত হন।’

তিনি জানান, দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান আরও বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।’

এ বিভাগের আরো খবর