নাটোরের ইয়াছিনপুরে লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার দুই ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
জংলি রেলগেট ও ইয়াছিনপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে বুধবার রাত ৯টার দিকে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়। এর দুই ঘণ্টা পর রাত ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
নাটোর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. আসাদুজ্জামান বলেন, ‘লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনে ক্রুটি দেখা দেয়। পরে জংলি ও ইয়াছিনপুরের মাঝখানে বন্ধ হয়ে যায়, যার কারণে এই রুটে চলাচলকারী সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
‘পরে আব্দুলপুর থেকে উদ্ধারকারী ট্রেনের ইঞ্জিন নিয়ে আসার পর ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।’